[১] ভারতের সাবেক ক্রিকেটার ইরফান ও ইউসুফ করোনায় দুর্গতদের খাবার বিতরণ করলেন

আমাদের সময় প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২০, ১৫:১০

২] গোটা ভারত লড়াই করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আক্রান্ত ৩ হাজারেরও বেশি মানুষ। সংক্রম ঠেকাতে গোটা ভারতজুড়েই চলছে ২১ দিনের লকডাউন। ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। [৩] এ অবস্থায় সমস্যায় পড়েছেন শ্রমিক, গরীব এবং তাদের পরিবারের সদস্যারা। এই যুদ্ধে সামিল হতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এগিয়ে এলেন ভারতীয় দলের দুই সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। -আজকাল [৪] গরীব মানুষদের খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তারা। ইরফান ও ইউসুফ দুইজনেই ঠিক করেছেন গুজরাটের বরোদা এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু বিতরণ করবেন। লকডাউনের কারণে বহু গরীব মানুষের রুটি-রুজিতে টান পড়েছে- এমন সময় দুই ভাইয়ের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। [৫] এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনের হাতে ৪ হাজার মাস্ক তুলে দিয়েছিলেন দুই ভাই। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও উগ্যোগ নিতে দেখা গেছে তাদের। [৬] দেশবাসীকে আবেদন জানিয়ে তারা বলেছিলেন এই সঙ্কটজনক মুহুর্তে সরকারকে যে কোন রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও