[১] ভারতের সাবেক ক্রিকেটার ইরফান ও ইউসুফ করোনায় দুর্গতদের খাবার বিতরণ করলেন
২] গোটা ভারত লড়াই করছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। ইতোমধ্যে মৃত্যু হয়েছে ১১৮ জনের। আক্রান্ত ৩ হাজারেরও বেশি মানুষ। সংক্রম ঠেকাতে গোটা ভারতজুড়েই চলছে ২১ দিনের লকডাউন। ১৪ এপ্রিল পর্যন্ত থাকবে। [৩] এ অবস্থায় সমস্যায় পড়েছেন শ্রমিক, গরীব এবং তাদের পরিবারের সদস্যারা। এই যুদ্ধে সামিল হতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি- যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এবার এগিয়ে এলেন ভারতীয় দলের দুই সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। -আজকাল [৪] গরীব মানুষদের খাবারের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তারা। ইরফান ও ইউসুফ দুইজনেই ঠিক করেছেন গুজরাটের বরোদা এলাকায় গরীব ও দুস্থ মানুষদের মধ্যে ১০ হাজার কেজি চাল ও ৭০০ কেজি আলু বিতরণ করবেন। লকডাউনের কারণে বহু গরীব মানুষের রুটি-রুজিতে টান পড়েছে- এমন সময় দুই ভাইয়ের উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। [৫] এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কয়েকদিন আগেই স্থানীয় প্রশাসনের হাতে ৪ হাজার মাস্ক তুলে দিয়েছিলেন দুই ভাই। করোনার ভয়াবহতা নিয়ে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও উগ্যোগ নিতে দেখা গেছে তাদের। [৬] দেশবাসীকে আবেদন জানিয়ে তারা বলেছিলেন এই সঙ্কটজনক মুহুর্তে সরকারকে যে কোন রকম সাহায্যের জন্য আমরা প্রস্তুত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.